মহাজন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
মহাজন মৃনাল কান্তি বাগচী ————— বৃথা কেন কাল ক্ষয় বিশেষ কাউকে আপন ভাবিয়া, সকল মানুষকে নিতে হবে ভালোবেসে আপন করিয়া। ক্ষুদ্রস্বার্থ ত্যাগিয়ে অনেককে করিলে আপন সদা ভালো থাকে মন। মানুষের সুখে দুঃখে থাকিলে পাশাপাশি নিজের দুঃখ ভুলিয়া মুখে আসে হাসি। অন্যদের মুখে হাসি ফুটাতে পারে যে জন তার মত নেই কেহ ধরায় মহাজন। নাইবা হওয়া…