স্বাধীনতার ছিয়াত্তর বছর / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
স্বাধীনতার ছিয়াত্তর বছর স্বপ্না নাথ সেদিন উঠেছিল রক্তিম সূর্য, রক্ত ঝরা কুরুক্ষেত্রের শেষে, শত উত্তরার আত্মবিলাপের অবগাহনে। মৃত্যুকে উত্তীর্ণ করে বেঁচে থাকার মন্ত্রে, সঞ্জীবিত সহস্র নবীন জীবন, প্রাণ হতে নিঃসৃত প্রাণের স্পন্দনে, রক্তের হিল্লোলে জেগে ছিল তৃষা। ঘৃণা, বিতৃষ্ণায় দেশ মাতৃকার শক্তি দীক্ষায়, লহর থেকে লহরে হয়েছিল তরঙ্গায়িত। লোহিত মুখরতায় সরব হয়েছিল, গিরি নিঃসৃত সুপ্ত…