নদী মাতৃক ভারত / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
নদী মাতৃক ভারত সুপর্ণা দত্ত ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ নদী মানেই তার প্রথম পরিচয় বহমান জলধারা, কলকল নাদ,শীতল জল,আঁকাবাঁকা গতির রূপ মনোহরা। মাটির সঙ্গে সখ্যতা রেখে তার নিয়মিত পথ চলা, গতিপথ বুঝে প্রকৃতির তালে তাল রেখে কথা বলা। আবহাওয়া বুঝে নিত্য নতুন সেজে ওঠা দুই পার, এক কূল ভেঙ্গে অপর কালকে গড়া কাজ তার। নদী মাতৃক দেশ আমাদের…