স্বর্গাদপী গরিয়সী / রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক) / বাংলা কবিতা /
স্বর্গাদপী গরিয়সী রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক) “””””””””””””””””””””””””” জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী বিশ্বশ্রেষ্ঠ মহান ভারতবর্ষ আমাদের পরাধীনতার শৃঙ্খল হতে হয়ে ছিল মুক্ত ১৫ই আগস্ট মধ্য রাতে ১৯৪৭সের | আনন্দে উদ্বেলিত অগণিত জনতা সেদিন স্বাধীনতার তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে বিজয়ের হাসি তুলে নেমে ছিলেন পথে পথে পরাধীনতার সকল দুঃখ ভুলে গিয়ে | আকাশ,বাতাস জুড়ে ছড়িয়ে পড়েছিল মহান ভারত…