মন হারানোর বেলায় / কাকলি ঘোষ / বাংলা কবিতা /
মন হারানোর বেলায় কাকলি ঘোষ যদি আমাকে ভাসতে দিস তোর নদীটার বুকে আমার একটা পাহাড় আছে বিলিয়ে দেব তোকে। তোর হাতের ওই গোলাপ খানা যদি আমায় দিলি তার বদলে আমার গোটা বাগানটা নয় নিলি। জ্যোৎস্না মাখা যে পথ দিয়ে তুই চলে যাস দূরে সে পথ আমি ভরিয়ে দেব আমার বাঁশীর সুরে। ঝিকিমিকি তারায় ভরা ওই…