খড় কুটো / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
খড় কুটো মৃনাল কান্তি বাগচী সব হারিয়ে বাস্তবতার স্রোতে ভেসে চলে যখন জীবন, খড় কুটো ধরে তখন বেঁচে থাকতে চায় অবুঝ মন। চাইলেও হাতের কাছে খড় কুটো নাহি পাওয়া যায়, তবুও মন আশা করে থাকে যদি আসে সুদিন,সেই অপেক্ষায়। সুদিন আর আসেনা ক্লান্ত, অবসন্ন হয়ে যায় মন, কিছুই উপায় খুঁজে পাওয়া যায়না নিয়তির কাছে নিজেকে…