চিনতে পারি না / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
চিনতে পারি না দীননাথ চক্রবর্তী চিনব’ ব’লে বেরুই রোজ কিন্তু কোথায় যাব’? যদি চিনতে না পারে! যে – যা – যারা ছিল বড্ড চেনা নাড়ি- রক্তে – প্রেমে তারাও আজ চিনতে পারে না কতবার আয়নার সামনে দাঁড়িয়েছি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি নিজেকে না চেনার কারণ আমি নইতো! আমিও কি নিজেকে চিনেছি ? আয়না ব’লে: তুমি তো…