ছাত্রাবাস / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
ছাত্রাবাস স্বপ্না নাথ ছাড়লো তনয় আপন আলয়, শিক্ষার তরে ছাত্র নিলয়। ঘর ছিল তার সাদা সিধে, সুবোধ বালক বাবার কাঁধে। গুটি থেকে যেই বেরুলো, নখ আর থাবা স্বাধীন হলো। স্বাধীনতার প্রকাশ কোথায়? মনের অতল নিঠুরতায়? উচ্চ মেধা ক্ষুরধার, বাধন খুলে নিষিদ্ধতার। আদি মনের প্রবৃত্তি কার? হননেতেও বাঁধে না তার! অপরাধীর শাস্তি হয়, জেল অথবা সংশোধনালয়।…