মধ্যযুগীয় বর্বরতার কবলে বাংলাদেশ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
মধ্যযুগীয় বর্বরতার কবলে বাংলাদেশ মৃনাল কান্তি বাগচী মধ্যযুগীয় বর্বরতার শাসন ফিরে এলো বাংলাদেশে নারী স্বাধীনতা তথায় গেলো একেবারে জহান্নামে অবশেষে। যে ভাবে হচ্ছে বাংলাদেশে গনতান্ত্রিক মানুষদের নিগ্রহ ও অত্যাচারের খেলা বিশেষ করে নারীদের চলছে ঘর বন্দী করা ও চরম অবহেলা। বাঙালীদের চিরদিন ছিল উন্নত মানসিকতা ও সুচিন্তিত চিন্তাধারা আজ বাংলাদেশের গনতন্ত্র ভূলুণ্ঠিত ও দিশেহারা। বাক…