চাতক পাখির মতো / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
চাতক পাখির মতো রতন চক্রবর্তী জীবনের প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিলো আমার তারপর আরও অনেকবার দেখা হয়েছিল কথাও হয়েছিল অনেক এরই মাঝে এক সময় আমাদের দুজনার মাঝে জন্মেছিলো এক মধুর ভালোবাসা ফল হিসাবে এমন একটা ভাব হয়েছিল যে কোনোদিন দুজনের সাথে দুজনের দেখা না হলে অস্থির হয়ে উঠতো মনটা তখন এন্ড্রয়েড ফোনের প্রচলন ছিলোনা বলে…