পরীর ঝিল / পারমিতা / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
পরীর ঝিল পারমিতা ছোট থেকেই পরীর ঝিলের গল্প শুনি গ্ৰামের বাইরে, কেউ যায়না যেখানে ছায়া ছায়া জল, অন্ধকার, রহস্যে ঘেরা রাতে সেদিকে তাকাতে মানা। যদি জিজ্ঞেস করো, কেন? সমস্বরে উত্তর আসবে, ওমা! সেও জানো না? রাতে ওখানে পরীরা আসে ডানা খুলে রেখে জলে নামে যে দেখে তার চোখ কানা হয়ে যায় বদ্ধ পাগল হয়ে সারাজীবন…