পরম শরণ / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
পরম শরণ শ্রী নীলকান্ত মণি সে ছিল আমার শৈশব হামাগুড়ি দিয়ে যবে চিনতে চেয়েছিনু পৃথিবীর পথ, চার পায়ে৷ তারপর একদিন বুঝলাম, হঠাৎ ই, সামনে আমার বিস্তর পথ বুক পেতে পড়ে আছে আমার মুখের দিকে চেয়ে৷ সেই পথ পার হতে গেলে দাঁড়াতে হবে সোজা হয়ে নিজের দুই পায়ে ভর দিয়ে৷ এ ভাবেই পৃথিবীর অনেক টা পথ…