মর্ম ডাক / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
মর্ম ডাক মণিকা বড়ুয়া আঁচলে আমার জয়টীকা বুদ্ধ বুকে দিশা কৃষ্ণ খৃষ্ট করতলে মহাবীর মহম্মদ মনে। সব যোজন পথে বিষ্ণু সহায় শিব পার্বতীর নৃত্যকথায় বিশ্ব বেজে ওঠে সর্বজীবে ভক্তি করে। সকল প্রাণী সুখে থাক মা যে আমার মর্ম ডাক। ——————