প্রাকৃতিক কপ্টার!ফড়িং যে সার সার!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
প্রাকৃতিক কপ্টার!ফড়িং যে সার সার!! প্রেমাঙ্কুর মালাকার ভোরাই আকাশে রবিকর হাসে, উজ্জ্বল রোদ মাখা- ফড়িংরা উড়ে ভাসে রোদ্দুরে, ঝাঁকে ঝাঁকে মেলে পাখা! উঁচু দেওদার তরুকে ছাড়িয়ে, সমানে উড়ছে টানা; রঙ মাখা নানা ছোটো চারখানা, ক্লান্তিবিহীন ডানা! ভোরের আকাশে পাখা মেলে ভাসে, হরদাম উড়ে উড়ে – ওড়ে মহাসুখে স্রষ্টাই বুকে , দিলো ‘প্রোপেলার’ জুড়ে? লাগে না…