ভুল / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
ভুল রণজিৎ মন্ডল মনের ভুলে, তোমায় গেলাম ভুলে, যেদিন দেখেও, না দেখার ভান তুমি করেছিলে, ভুলে ভুলে ভরে গেল এ কূল ও কূলে! মাঝের বওয়া আখির স্রোত মিশল নদীর জলে। বইতে বইতে অনেক দূরে চোখের কালো জলে, দেখলো নদী শুকিয়ে গেছে কখন নিজের ভুলে! এপার ওপার দুপারে মন যখন খুজে পেলে, হারিয়ে গেছি আমি তখন…