জ্বালা / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
জ্বালা ….. ✍️ প্রদীপ সরকার একি ভীষণ, মর্ম দহন, জ্বালায় গো মন, প্রিয় তোমার অনুরাগে। বুঝিনি তো হায় এ জ্বলন কভু, তোমারে দেখার আগে। কেনই যে গো হঠাত করে, তুমি আমার জীবনে এলে। হৃদয়ে মোর দিলে গো তুমি, প্রেমের বাতি জ্বেলে। কোনই সময়, ডুলিতে পারিনা যে হায়, তোমার নয়নজোড়া। ওই দৃষ্টি আমায়, সকল সময়, করে…