জীবনের দাম / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
জীবনের দাম চিত্রশিল্পী তপন কর্মকার জানিনা কেমন করে করবো গ্রহন, আজ বাদে কাল হবে চাঁদে উন্নয়ন। গ্রহ থেকে গ্ৰহন্তর, হবে ফুস মন্ত্রর, বিধাতাও বিশ্বাসে অপ্রয়জন!! জীবনের কাছে জীবনের দাম, থাকে যতক্ষন সাইকেলে পাম। প্রকৃতির প্রেমে,চলে গেছি ফ্রেমে, নিয়ন্ত্রণে তাই করি বিস্ফোরণ।। সমাজের বুকে শুধু বাঘ সিংহ, মানুষ চায়না আজ মানুষ কেহ। শূন্যের সাধনায় রাত…