বাঁধন ছেঁড়া উড়ান / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
বাঁধন ছেঁড়া উড়ান শ্রী নীলকান্ত মণি দিচ্ছো উড়ান! দিতেই পার এক দিগন্ত ঢেউ খেলানো মাঠ অনন্ত, বাউল বাতাস কয় কথা তাই শত শত অনন্য মন আধার শূন্য বাহার কথার একক মনের যে উপহার, সে একান্ত অনুগত বাঁধন মুক্ত, ভাবটা এমন, যদিও তা নয়কো সত্য কথন! দায়-দায়িত্ব ছাড়া যে মন, অশক্ত, তাই দাঁড়ায় দূরে, শত হস্তে…