বিপদসীমা পেরিয়ে / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
বিপদসীমা পেরিয়ে… শ্যামাপ্রসাদ সরকার স্মৃতিরা পালাবদল করলে রান্নায় আর নুন কম হয়না রাতের ট্রেনের হুইসিল কানে আসে স্পষ্ট শব্দে, অন্য নামে অগোছাল ডাক! যেমন ছাতের ওপর থেকে পাশের বাড়ি অথবা দিনান্তের এইট বি বাসস্ট্যান্ড অন্য জীবনের ক্ষণিকের টাইমকল যেন অপচয়ের জল এসে জমে রাঢ়ের মাটীতে! হঠাৎ মৃদঙ্গ বাজিয়ে ওঠা আশ্রমিক কখনও তোমাকে চোখের ইশারায়…