বসন্ত উৎসব / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
বসন্ত উৎসব সুপর্ণা দত্ত ✍️✍️✍️✍️ উড়ল আবীর আকাশ জুড়ে আকাশ লালে লাল, কৃষ্ণচূড়া,পলাশ যেন রঙ মাখিয়েছে কাল। জারুল-পারুল ভাই-বোনেরা পিছিয়ে থাকে না মোটে, হলুদ আর বেগুনি রঙে সাজায় দুজন এক সাথে জুটে। অমলতাসের ঝাড়লন্ঠন চারদিক আলোয় আলোকিত করে, রাধাচূড়ার মতন স্বর্ণকুঁড়িতে প্রকৃতির সৌন্দর্য উঠল ভরে। প্রকৃতির এই রঙে রঙে আজ রাঙিয়ে দিল মন, মন রাঙিয়ে…