সাধিকা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
সাধিকা ……………. শ্যামাপ্রসাদ সরকার যদি বলি সামনে এসেছ তাও তবে কেন দেখাওনি লজ্জা আর পরোনি সেই আবেগের কুসুমহার! তুমি যেন স্বচ্ছ হয়েছ আজন্ম বেশে দিগ্ বালিকার প্রশ্রয়ে দেখি, হাতে ধরেছ অমোঘ খড়্গকৃপাণ আর দশদিকে তোমার শক্তির তেজ! হে নারী, কোথায় রাখব বল এই আজন্ম প্রেম কলরব! তুমি উদাত্ত কন্ঠে জোরে হেসে ওঠো বলেছ ” এত…