মা / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
“মা” সুপর্ণা দত্ত মা, ছোট্ট একটা কথা তারই মাঝে লুকিয়ে আছে অন্তরের গভীরতা। মা, একটা একমাত্রার শব্দ যে শব্দ উচ্চারণে উধাও হয় সকল ব্যাথা। মা, শব্দে আছে অসীম ক্ষমতা শত বাধা পার করে তার সন্তানকে করেন রক্ষা। মা, একটা শান্তির আশ্রয় যেখানে শিশু পরম নিশ্চিন্তে ঘুমোয়। মা, সে যে এক স্নিগ্ধ শীতল ছায়া রোদ-বৃষ্টি-ঝড়…