পরিস্থিতি / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
পরিস্থিতি (অমৃতাক্ষর ছন্দ) ✍️ প্রদীপ সরকার ============= আগের মতো আর দিন নাই আজকে। বিদ্রোহী হয়না যে কলমেতে লেখকে। সচ বাত কহিলে যে ঢোকাবে ফাটকে। কে যাবে কবে কোন ফাটা বাঁশে আটকে। সবারই তো ভয় আছে নিজের মনে। বেঘোরে মরতে আর কে বা চায় প্রাণে। দেশটা চুলোয় যায় দেখে চুপ রয়। কার রোষে, কবে কার, মাথা…