এসো না উমা / জল ফড়িং / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
এসো না উমা জল ফড়িং উমা, তুমি এসো না এবার, এসো না এবার মর্তে, চিন্তা করে দেখো তোমারও আছে দুটো মেয়ে। এখানকার মানুষ ভীষণ হিংস্র, তোমার ওই পদতলে থাকা অসুরের চেয়ে। জানো মা তোমার বাপের বাড়িটা নিয়ে আগের মত, রোদ ঝলমলে পৃথিবীতে পড়েছে কালের ক্ষত। এখনকার মানুষ কি উদ্দেশ্যহীন নেই নেই কোন লক্ষ্য, নিজের মেয়ের…