ঝড় হলো না / অসিত ঘোষ / বাংলা কবিতা /
ঝড় হলো না অসিত ঘোষ ঝড় হলো না বৃষ্টির দাপট শুধুই দেখা গেল শরীর ভিজে একাকার ঝড় উঠবে বলেছিল ঝড় হলো না। ঝড়ের উঠবে বলেই দুচোখে রাস্তাঘাট শুনশান অনেক লড়াই করতে হবে ঝড় কে আলিঙ্গন করে। দেহের ভিতর ঝড় উঠেছিল বৃষ্টির জলে ঠান্ডা হলো। ঝড় তুলবো বলে আন্দোলন করেছিল ঠান্ডা এক টুকরো বরফ ধরে ভুল…