হাস্নুহানা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
হাস্নুহানা মৃনাল কান্তি বাগচী ফুটফুটে জ্যোৎস্নায় গন্ধ বিলাচ্ছে হাস্নুহানা কোথায় আছো তুমি জানিনা আমি নীলাঞ্জনা। আজও তোমায় আমি খুঁজে বেড়াই নীলাঞ্জনা খুঁজে খুঁজে পাইনা তোমার নাম না জানা ঠিকানা। হাস্নুহানার সুঘ্রান তোমার কথা মনে করায় জ্যোৎস্নার মৃদু আলোতে কাটে আমার একাকীত্বের সময়। নীলাঞ্জনা আর জ্যোৎস্না সবই মনে হয় হাস্নুহানা মন হারিয়ে যায় তোমাতে আমাতে নীলাঞ্জনা।…