ভাঙ্গন / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
ভাঙ্গন স্বপ্না নাথ ভাঙছে প্রেম, ভাঙছে ঘর, পরিবারের পরম্পর, হচ্ছে মানব আদিম নারী, হচ্ছে মানব আদি নর। এখন অনুসংসার, আমরা এখন স্বনির্ভর, নেইকো কোন মানা মানি, নেইকো কোন দায়ভার। মন আর মননে বড় অনটন, যার ধনে ধনী হয় উত্তর জন, ঘরে ঘরে তারা হয় ব্রাত্য এখন। অভাবের গেহে ছিল তবুও সুজন, ছিল কিছু ভালোবাসা ছিল…