চেষ্টায় আসে সফলতা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
চেষ্টায় আসে সফলতা মৃনাল কান্তি বাগচী জীবনে আসে পরাজয় আসে সীমাহীন ব্যর্থতা তাতে দমে থাকা চলবেনা চেষ্টা করে আনতে হবে সফলতা। ব্যর্থ মানুষকে কেহই এই ধরায় মনে নাহি রাখে ব্যর্থ মানুষ যখন সফল হয় সেই সফলতাকে সবাই দেখে। ব্যর্থার গ্লানি নিজেকেই সামলাতে হয় ব্যর্থ মানুষের কেহই হয়না সহায়। ইচ্ছে করলেই সফলতা এসে দেয়না কখনো সহজে…