পাতা ঝরানোর পর্ব হয়েছে শেষ! জীর্ণ পাতার ঠাঁই তরু মূলে বেশ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বাংলা বর্ষবরণ সংখ্যা /
পাতা ঝরানোর পর্ব হয়েছে শেষ! জীর্ণ পাতার ঠাঁই তরু মূলে বেশ!! -প্রেমাঙ্কুর মালাকার পলাশ গাছের, পাতা ঝরানোর, পর্ব হয়েছে শেষ- জীর্ণ পাতারা, ঝরে তরু মূলে, শয্যা পেতেছে বেশ। বৃন্তের মায়া! ওরা কাটিয়েছে, এসেছে বিদায় বেলা- আনা আর যানা!এই সংসারে! চিরকাল এক খেলা। নতুনকে ঠাঁই, দিয়ে ফিরে যাও, এতো সকলেই জানে- “ঝরা পাতাদের, দলে আমি আছি!”…