খোঁজ / ড. ভিক্ষু রতনশ্রী / বাংলা কবিতা /
খোঁজ ড. ভিক্ষু রতনশ্রী মানুষ প্রতিনিয়ত খোঁজে ভালমন্দের বিচার বিশ্লেষণ হৃদয়ের ইচ্ছা অপূর্ণই থেকে যায়। চুলচেরা বিশ্লেষণে সত্যের নাগাল পেলেও সত্যের প্রকাশে মানা জনগণে মানুষরূপী অমানুষ নিত্যনতুন সাজে নানা প্রলোভনে কখনও চায় না প্রকৃত মানুষ হতে জীবনের পরাজয় এখানেই তবুও সে খোঁজে শুদ্ধশীলিকে কয়লা ধুলে কি ময়লা যায় ? এ তো অসম্ভব, কল্পনাহীন…