ভালোবাসার মাধবীকুঞ্জ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ভালোবাসার মাধবীকুঞ্জ মৃনাল কান্তি বাগচী কল্পনার স্বপ্ন বিলাসী তুমি যাকে বসিয়েছো হৃদয় কুঞ্জে, তার সংগে অভিসারে মত্ত তুমি ভালোবাসার কল্পলোকের পারিজাত উদ্যানে। কল্পলোকের পারিজাত উদ্যানে হাজারো কুসুম বিকশিত হয়, নাম না জানা কত ফুল মনকে বসন্তের দোলা দেয়। স্বপ্নলোকের স্বপ্ন যতই হোক কল্পনা, মনের মাধুরী মিশে সে তো হয়ে যায় ভালোবাসার আয়না। নিজের…