যাযাবর পাখি / প্রবীর দাশগুপ্ত / যাযাবর পাখি / সংখ্যা ১ /
-:: যাযাবর পাখি ::- লেখক – প্রবীর দাশগুপ্ত ভেসে যায় কতো মেঘ অজানা কতো দেশে । কতো পাখি দেয় পাড়ি আসে কী ফিরে শেষে ? কে পারে বলতে কোথা যায় হারিয়ে ? হয়তো অসীমের সীমানায় কেউ আছে দাড়িয়ে। কত কথা , কত ব্যথা জমে আছে প্রানেতে নেই তার শোনাবার জমে থাকা ব্যথা ভার। যাযাবর পাখি…