আঁকা বাঁকা পথ / মৃনাল কান্তি বাগচী / / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
আঁকা বাঁকা পথ মৃনাল কান্তি বাগচী জীবন যখণ হারিয়ে যায় অজানা পথের বাঁকে, কতটা সুখ, কতটা দুঃখ আছে আপন জন কেহ নাহি দেখে। জীবন চলে জীবনের পথে তারতো থেমে থাকার নাহি উপায়, ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা আজীবন আপন রয়। বৃষ্টি চলে গেলেও বৃষ্টির ধারায় ধরনী হয় স্নিগ্ধ, ভালোবাসার মানুষের মাঝে ভালোবাসা খুঁজে মানুষ নিজেকে…