মন হারানো / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
// মন হারানো // ✍ অনিমেষ চ্যাটার্জি আজ আকাশটা বড্ড বেশি নীল, তারই বুকে তুলো মেঘ আনাগোনা, আকাশ সাগরে গা ভাসায় চিল, হারাবো কোথায় কিছুই নেইতো জানা। আজ আকাশটা বড্ড বেশি নীল, চারদিক আজ রোদ ঝলমল করে, সব কিছু যেন বড়ই স্বপ্নীল, মনটা আজ তোর ভাবনায় ভরে। আজ আকাশটা বড্ড বেশি নীল, মন…