ফিরে আসা / জবা ভট্টাচার্য / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
ফিরে আসা জবা ভট্টাচার্য পাহাড়টা অনেকদিন মুখ ফিরিয়ে আছে– মেঘ থেকে, বৃষ্টি থেকে, আষাঢ়ের উপুরচুপুর শ্রাবণের বৃষ্টি ভাসান থেকে। গভীর অ-সুখ পাহাড়ের—- শিথানে বরফের মুকুট তার উদ্ধত ভঙ্গীকে ঈশ্বর করে তোলে– সবুজ সেখানে অনাহুত রাতের অন্ধকারে– রুক্ষ পাহাড় নিঃসঙ্গতার ভয়াল গহ্বরে লুকিয়ে ফেলে নিজের অস্তিত্ব। কিন্তু মেঘ তা শুনবে কেন? সে তো পাহাড়…