তিনটি হাত / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
তিনটি হাত দীননাথ চক্রবর্তী তোমার একটা হাত বড্ড সাদা বরফ জমাট ঠান্ডা, শস্য দানা মজুদ ঘরে কান্না কেবল কান্না। অপর হাতটা বড্ড কালো সূচিভেদ্য রাত্রি, সেই হাতেতেই বাঁধা তুমি সত্যি সত্যি সত্যি। তৃতীয় হাতটি বড্ড লাল ব্যবহারে সক্রিয়, উঠতে বসতে খেতে শুতে গতি পথে নিষ্ক্রিয়। —oooXXooo—