সবুজ স্লোগান / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
সবুজ স্লোগান পার্থসারথী চট্টোপাধ্যায় বিশ্ব পরিবেশ দিবসে শপথ নেবার নতুন গান কণ্ঠে সবার উঠুক বেজে ছড়িয়ে পড়ুক এ আহ্বান। গাছ লাগান – প্রাণ বাঁচান গাছ লাগান – প্রাণ বাঁচান।। বৃক্ষছেদন রুখতে হবে শীতল ছায়ায় বাঁচবে জান বিশ্বায়নের ধূসর ধোঁয়ায় চলবো না আর অসাবধান। গাছ লাগান – প্রাণ বাঁচান গাছ লাগান – প্রাণ…