তিরস্কারে এলো পুরস্কার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆★☆”তিরস্কারে এলো পুরস্কার”☆★☆ ○●○●○●○●○●○●○●○●○●○ শিব প্রসাদ হালদার সেই ছেলেবেলায় কবিতা লেখায় সবে হাতেখড়ি শুধু লিখি আর পড়ি, হয়না ভালো-ছিড়ে ফেলি তড়িঘড়ি। স্কুল পেরিয়ে যেতেই এদিক ওদিক হারিয়ে গেলাম কত সহপাঠী। ঠিক মনে নেই- বহুদিন পর চলন্ত ট্রেনে ক্ষণিকের দেখা কথা হ’ল-বললাম, বন্ধু! এখনও লিখি গল্প, কবিতা, গান—– হ’ল না খুশী, বললো- “মনে হয়,…