অনন্ত বিরহ / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
অনন্ত বিরহ কিশোর বিশ্বাস তোমাকে পাইনি বলে বুকের গহনে গোপন বহিঃ জ্বলে তোমাকে পাইনি বলে হৃদয় আমার ভিজেছে নোনতা জলে তোমাকে পাইনি বলে সব পাওয়া মোর গিয়েছে অস্তাবলে তোমাকে পাইনি বলে কত ভাষা মোর নীরবেই কথা বলে তোমাকে পাইনি বলে অসীম বিরহ অনন্ত নভো নীলে তোমাকে পাইনি বলে আপন প্রাণ আপনি গিয়াছি…