মনকেমনিয়া / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
মনকেমনিয়া মৌসুমী ঘোষাল চৌধুরী তোমার মনে প্রেম আছে? কবি ! প্রেম বলতে বুঝো হাতের রেখা সেই রেখায় লেখা ছিল ্আমার ও আত্মাভিমান। তোমার চৌকাঠ, বাধা। চেয়েছ চোখ দুটোয় থাক অলংকার আর ঠোটে পরুক অনেক আঙুর দানা। চুরি করেছ তাল শ্বাস আর যে নারী তাল কুড়িয়েছে তাকে নাকি স্বপ্ন দেখিয়েছ মহব্বত রফি “যৈসে বাহার…