হিমফুল / চন্দ্রাণী গোস্বামী / বাংলা কবিতা / আষাঢ়যাপন ২ /
হিমফুল ——- চন্দ্রাণী গোস্বামী এক… ঠিক বাম বুকের উপর প্রথম চুমু খেয়েছিলে দিল আজও হুম হুম করে… এক দুই তিন করে বহু পার্বণ পেরিয়ে এলেও ধান-ফুলের সেই সম্পন্ন লজ্জা গোপন করে ধড়কন , এখনও। অনন্ত… তবু অনন্ত জাগে… মধ্যরাতে গাগরিতে ভরে নিয়ে যে চাঁদ খেলো তুমি চূড়ান্ত বিষে আজও কি পাতাভর্তি মেঘে থৈ থৈ…