ভালোবাসার শক্তি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ভালোবাসার শক্তি মৃনাল কান্তি বাগচী আমায় ছেড়ে কোথায় তুুমি চলে গেলে,সখা? দুঃসহ ভাবে কাটে মোর দিবস রজনী, আমি যে এখণ বড়ই একা। তোমায় ভালোবেসে আঁকড়ে ধরে,চলছিলো মোর জীবন, তুুমি চলে গেলে দূর আকাশে,তাই বেঁচে থেকেও হয়েছে মোর মরন। ভালোবাসার মানুষ ছাড়া,বেঁচে থাকা বড়ই অসহনীয়, তুুমিতো ছিলে মোর সবচেয়ে আপন,সবচেয়ে প্রিয়। প্রিয় মানুষ ছাড়া,হৃদয়…