মগ্ন আলোকবৈভব / স্বাগতা ভট্টাচার্য / বাংলা কবিতা /
মগ্ন আলোকবৈভব “স্বাগতা ভট্টাচার্য” ******************** একতারাতে সুর সাধতে সাধতে হঠাৎই একটা বাউল জীবন সংগোপনে আলোকিত ভোর হয়ে উঠলো অন্ধ তিমিরে…. যতোবার ভেবেছি মেঘের পিঠে লিখবো অনাদি বিষাদ ততোবার রামধনু রঙ আঁকড়ে ধরেছে প্রজাপতি ডানা। দ্যাখো, অনুযোগটুকু মিটে গেলে নাহয় পাঠিও একখানা মিথ্যে চিরকুট বিষণ্ন বিহগের ঠোঁটে।… ধ্বংসের দায়টুকু আগলে নেব উদাসীন পাঁজরে।…. তারপর…