কৃষ্ণ গহ্বর / মৌসুমী মৌ / বাংলা কবিতা /
কৃষ্ণ গহ্বর মৌসুমী মৌ আকাশের মন আছে ! জলের বা মাটির ! ফুলেদের অথবা গাছের! হয়তো আছে ! ঝরা পাপড়ির দলে মিশে … হয়তোবা গাছেদের বিবর্ণ হলুদ পাতার ঘ্রাণে… আচ্ছা পাখিদের ? ওরাওতো একদিন মেঘ চিনে চিনে তবু উড়ে আসে l ডানার ক্লান্তি ঝরায় কঠিন প্রাচীরে … এ সবই উদাসীন কষ্টের কথা l এ সবই…