বৃষ্টি / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
// বৃষ্টি // ✍🏻 : অনিমেষ চ্যাটার্জি বৃষ্টি ঝরিছে মন্দ মধুর রবে, মেঘপুরীতে উৎসব বুঝি হবে, পাতায় পাতায় গাছেদের কানাকানি, শ্রাবণ নূতন কি বার্তা বহিল আনি। রিমঝিম ধ্বনি উঠিল বাজিয়া বাজিয়া, প্রাণের পরে আনন্দ উঠে নাচিয়া, কি গান গাহিল বর্ষা আজিকে প্লাবনে, দিকদিগন্ত মুখরিত হলো শ্রাবণে। বৃষ্টিস্নাত পাতাগুলি যেন নূতন, শাখা পল্লব…