আষাঢ়ী পূর্ণিমা লগ্নে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
আষাঢ়ী পূর্ণিমা লগ্নে মণিকা বড়ুয়া আমাদের জল মাটির গন্ধে ভেসে ওঠে আবরণ সময়, সম্পদ ও আষাঢ়ী পূর্ণিমার পূর্ণ ফসল। কতই না শান্তি বাণী লুকানো ঐ পূর্ণিমা গর্ভে—। চারি আর্যপথ, অষ্ট মার্গ, পঞ্চশীল, দশশীল, বিদর্শনে ভরানো এ পূর্ণিমার জ্যোতিরেখা—। বিনয় অভিধর্ম সূত্র দর্শনে ত্রিপিটক ছোঁয়ায় প্রজ্ঞারাশি বর্ষিত হোক সকলের হৃদয় অনুভবে—। সেই জ্যোতিতে…