পুতুল খেলা এবং হায়রে জীবন / আগন্তুক / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
পুতুল খেলা “”””””””””””””” আগন্তুক পুতুল পুতুল খেলবো খেলা, খেলবি যদি আয়! বৌ সাজাবো তোরে কনে , চুপটি করে বয়। রাঙা পাড়ের শাড়ি পরাবো, হাতে রঙিন চুড়ি! গলার হার নাকের নোলক, লাগবে তোকে পরী! বর না হয় সাজবো আমি, ধুতি পাঞ্জাবি পড়ে! তোর সাথেই দেবো পাড়ি, শক্ত করে তোর হাতটি ধরে। ভয় নেই তোর থাকবো…