শীতের পিঠে-পুলি / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
শীতের পিঠে-পুলি সুপর্ণা দত্ত ✒️✒️✒️✒️✒️ শীতের সকাল মানেই হল ভারী মজা মেলে খাওয়ার, খেঁজুরের সুস্বাদু গুড় আর মায়ের তৈরি নানান স্বাদের পিঠার। শীতে বাঙালীর প্রতি ঘরে ঘরে পাওয়া যায় পিঠে-পুলির মধুরতা, দখিণা হিমেল বাতাসের সাথে যেন বয়ে আনে শীতের বারতা। আমলকির ওই ডালে ডালে শীতের হাওয়া নাচন তোলে, বাংলায় পৌষ সংক্রান্তির দিনে বাঙালী পিঠে-সংক্রান্তি বলে…