অশনি সংকেত এবং দুঃসময়ের কবিতা / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
অশনি সংকেত পার্থসারথী চট্টোপাধ্যায় উত্তাল বিভীষিকা ঘনীভূত দুর্যোগ জীবনের এস্রাজে মৃত্যুর সুর যোগ। উত্তরণের কোনো নেই পথসংকেত শূন্য প্রতিশ্রুতি, দগ্ধ শস্যক্ষেত। ধূ ধূ কলকারখানা চিমনির সাইরেন, ক্রমশ লুপ্ত হলো ব্যস্ত লোকাল ট্রেন। ট্রাম বাস মেট্রো বা ট্যাক্সির চলাচল স্তব্ধ, কার্ফু জুড়ে বিচিত্র কৌশল। জীবনের সংগ্রহে রসদ ফুরিয়ে যায় ধ্বংসের সংগীতে সময় গুঁড়িয়ে…