ইচ্ছে ডানা / আগন্তুক / বাংলা কবিতা /
ইচ্ছে ডানা আগন্তুক “”””””””””””””” ইচ্ছে করে,, ডানা মেলে , মেঘের সাথে উড়ি ! মরুভূমির বালু চরে , বৃষ্টি রূপে ঝরি ! ইচ্ছে করে ,, কৃষক যেথা চাইছে বসে বারী, সেই হাতটি সেথায় গিয়ে,চাপটি করে ধরি ! জ্ঞানের বিকাশ নাই যেখানে ,নাই এক কানা কড়ি! শিক্ষারুপে সেইখানেতেই , মুষল ধারায় পরি ! ইচ্ছে…