অনন্ত জগত ভূমি / রণজিৎ মন্ডল / কবিতাযাপন /
অনন্ত জগত ভূমি রণজিৎ মন্ডল আমি আমি আমি কর না আর বল না সব আমি, লক্ষ কোটি বিন্ধু দিয়ে গড়া আশ্চর্য জগত ভূমি, এই ভূমির মাটি সেও যে আমার মাতৃভূমি, একটি বিন্দু মাটির কণা দেখ গুনে শেষ হয় কি গুনি! দেবদূতকে জিজ্ঞাসিছ, রচিয়াছো কেমন জগত ভূমি? চাও দেখিতে অনন্ত রচনা? আইস সাথে…