বিষাদ / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
বিষাদ ********* মৌসুমী ঘোষাল চৌধুরী বারিষপুত্র, তুমি কোনোদিন কারোকে ভালোবেসেছ ? নেশায় টলমল গ্লাস, ঘুমহীন। প্রতিরাত্রে পাল্টে ফেল ভালোবাসার পোষাক। রঙীন চশমা পরে, আমিও দেব জবাব কতটা কেঁদেছি সারাদিন ধরে, কয়েক কোটি গুটি পোকা শীতে। জোনাকির বোতলে, দেখো আমার প্রাণও ছিল। যে অন্ধকারে পথ দেখায়, অন্ধজনের। তোমার শখ হল, বিস্বাদ…