পুজো এবং প্রতীক্ষা / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
পুজো নন্দিতা চক্রবর্ত্তী এসেছে শরৎ। সোনার আলোয় আকাশ উদ্ভাসিত, শেফালির গন্ধে মুখরিত বাতাস ঢেউ জাগিয়ে তুলেছে কাশের বনে। চারদিকে ভেসে বেড়াচ্ছে আগমনীর সুর। প্রকৃতি উঠেছে সেজে। আকাশী নীল শাড়িতে সাদা মেঘের সুতোর কাজ। গলায় পদ্মের মালা, কানে শেফালী। খোঁপায় রং বেরংএর দোপাটি। হাতে বরনডালায় কাশফুল। মা এলো। ঘরে ঘরে পড়ে গেল সাড়া। নতুন…