যদি নির্যাতিতা / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
যদি নির্যাতিতা স্বপ্না নাথ ছোট্ট একটা জানলা আছে আমার, শুধুই আমার, এটা যদি ভাবতে পারি, মনের সুখে গভীর ঘুমের দেশে, নীল আকাশে স্বপ্ন নিয়ে ভাসতে পারি। মলয় বায়ু যায় উড়িয়ে যখন, শুকনো পাতার ছড়াছড়ি, লাল সবুজের ওই গালিচায় তোমার পরশ ভাবতে পারি! শত শরীর ব্যবচ্ছেদে ভাবতে নারি, ভালোবাসার কাড়াকাড়ি! ভালোবাসা, হাস্যকর এই শব্দটাকে ছাড়তে পারি,…