ওঠো জাগো / আগন্তুক / বাংলা কবিতা /
ওঠো জাগো আগন্তুক ওরে ওঠ তোরা জাগ, ভোর যে হলো তিমির অবসানে ! সুমধুর সুরে গুঞ্জনে গুঞ্জনে,,পাখিদের কলতানে ! ঊষার আলোয় দিগন্ত ছড়ায়ে , ফুলের সুবাসে , আকাশ বাতাস ভরায়ে ! উৎচ্ছল ত্বরঙ্গে,,লাগায়ে দোলা প্রাণে প্রাণে ! পথ যে ডাকিতেছে তোরে , শত হাতছানিতে , চেতনার মুক্ত দ্বারে ! দূর কে নিকট,,অজানাকে জানার ত্বরে !…