নব যুগের রক্ষিতা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / রবি পক্ষ /
নব যুগের রক্ষিতা রণজিৎ মন্ডল কেন এতো লালসা, কেন এতো নৃশংসতা, একটুও কি ভালোবাসা দেয়নি প্রাণে বিধাতা? পারবে দিতে আমাকে যত আছে ভালোবাসা, না হয়ে সর্বনাশা হতে পারো না ত্রাতা? জন্ম তো নিয়েছিলে আমারি মত এক অসহায় নারীর গর্ভে, ডেকেছিলে মাতা, দর্শন কর সেই রূপ, দেখো সেই বিধাতা, তার স্তনশুধায় তৃপ্ত করি হয়েছিল মাতা। আমি,…