এই পথ / অসিত ঘোষ / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
এই পথ অসিত ঘোষ এই পথ কি কোনদিন শেষ হবেনাসুন্দর প্রকৃতির রাস্তা ধরে নিয়ে গেলেতোমরা যখন চলছিল রাস্তা ধরেআমিও চলেছিলাম তোমাদের সাথেভেবেছিলাম নতুন কোন দিশা।তাই তোমাদের আনন্দ ছিল,আমারও আনন্দ ছিল তোমাদের সাথে।তখন বুঝি নাই ‘রক্ত ও মাংস’ নিয়েতোমাদের আনন্দের পরিচিতি।যে পথ ধরে আমি হেঁটে গিয়েছিলামসেই পথ তোমরা কাঁধে করে ফেরনির্জীব ‘রক্ত-মাংস’ দেহ, মধ্যে ঝুলিয়ে।কবে…