মুক্ত বিহঙ্গ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
মুক্ত বিহঙ্গ মৃনাল কান্তি বাগচী পিয়াসী মন মনের মানুষকে যত কাছে চায় মনের মানুষ কাছে না আসলেও ভালোবাসা বয়ে চলে ফল্গুধারায়। মনের বাসনাগুলো যত জাগ্রত হয় মনে, কখনো কখনো তাদের জলাঞ্জলি দিয়ে পাঠাতে হয় নির্বাসনে। নির্বাসন সেতো জীবনের বাসনার স্বেচ্ছায় অপমৃত্যু, অতৃপ্তির মাঝে তৃপ্তি খুঁজতে গিয়ে জীবনের হয় চির মুক্তি। মুক্ত মন,মুক্ত ভালোবাসা মনের মানুষের…